৩০ মার্চ, ২০২৪ ১০:০৭ এএম
প্রখ্যাত সংগীতশিল্পী ময়মনসিংহ মিনার সাংস্কৃতিক সংসদের সদস্য মরহুম সালমান আজাদীর রুহের মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে চট্টগ্রাম কালচারাল একাডেমি (সিসিএ)। শুক্রবার (২৯ মার্চ) সন্ধায় সিসিএ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী থিয়েটার সভাপতি নাট্যকার মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিসিএ‘র সেক্রেটারি কবি মুহাম্মদ আব্দুল গফুর। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুবারক হোসেন, কবি এহসানুল হক মিলন। বক্তারা বলেন, মরহুম সালমান আজাদী সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। শিল্পী সালমান আজাদী আজীবন সুস্থ সাংস্কৃতিক বিকাশে কাজ করে গেছেন। ইসলামী সংগীতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহবান করা ছিল তার অনন্য নেশা। বক্তারা আরও বলেন, ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সালমান আজাদী চিরদিন সাংস্কৃতিক জগতে স্মরণীয় হয়ে থাকবেন। এসময় বক্তারা দূর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আব্দুল গফুর বলেন, সুস্থ সাংস্কৃতির ধারা-বাহক সালমান আজাদী আজ আর আমাদের মাঝে নেই। তিনি তার সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করে দুনিয়ার সফর শেষ করেছেন। আজ আমরা তার শূন্যতা অনুভব করছি। আমরা তার সাথীরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব হচ্ছে সালমান আজাদীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার প্রয়াস অব্যাহত রাখা। এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশে একটি আদর্শ সমাজ বিনির্মানে সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী করা।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেতা শোয়াইব মোকতাদির, হাফিজুল ইসলাম, ওবাইদুল্লাহ, কবি শোয়াইবুল ইসলাম ও সাংবাদিক রিফাত, প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।