১০ নভেম্বর, ২০২৫ ১৩:২৪ পি এম
জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'দেশীয় সাংস্কৃতিক সংসদ' এর উদ্যোগে রংপুর অঞ্চলে সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর বুধবার রংপুর শহরের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পায়রা সাংস্কৃতিক সংসদ, রংপুর এর প্রধান পৃষ্ঠপোষক উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর প্রকাশনা সম্পাদক ও রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব অহিদ সালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো. কাওছার আলী, জনাব মো. সাদের হোসেন, অধ্যক্ষ মো. আব্দুল গনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল গনি, দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর অঞ্চলের পরিচালক মো. আবুল হোসাইন প্রমুখ।
রংপুর বিভাগীয় জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব অহিদ সালিম এর পরিচালনায় এবং নীলাঞ্চলের সম্মানিত দায়িত্বশীল প্রভাষক ছাদের হোসেন-এর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।