৪ জানুয়ারি, ২০২৬ ১৫:১৩ পি এম
শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি, চিন্তা ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শুরু হচ্ছে ‘মিম্বার প্রতিযোগিতা ২০২৬’। “শহীদ শরীফ ওসমান হাদি — চির উন্নত শির” শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদির প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ভাষায়, শহীদের আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে বলার প্রত্যয়— “জান দেবো, জুলাই দেবো না।” আয়োজকরা বলেন, শরীফ ওসমান হাদি কেবল একজন কবি বা রাজনৈতিক কর্মী নন; তিনি একটি সময়, একটি সংগ্রাম ও একটি চিন্তাধারার প্রতীক। তাঁর চিন্তা, রাজনৈতিক অবস্থান, সাংস্কৃতিক লড়াই ও ব্যক্তিগত জীবনকে গভীরভাবে অনুধাবনের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে লেখক, আবৃত্তিশিল্পী ও চিন্তাশীল তরুণদের জন্য একটি দায়বদ্ধ ও গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই মূল লক্ষ্য।
প্রতিযোগিতার বিষয়বস্তু
প্রতিযোগিতায় শহীদ শরীফ ওসমান হাদির সাহিত্য, রাজনীতি, রাষ্ট্রচিন্তা, সাংস্কৃতিক অবস্থান ও ব্যক্তিজীবনের নানা দিক উপস্থাপন করতে হবে। আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ ও দায়বদ্ধ পাঠই হবে মূল্যায়নের প্রধান মানদণ্ড।
প্রতিযোগিতার বিভাগ
প্রতিযোগিতাটি দুইটি বিভাগে অনুষ্ঠিত হবে—
১. কবিতা আবৃত্তি ও ভিজ্যুয়াল উপস্থাপনা:
কবির একমাত্র কাব্যগ্রন্থ ‘লাভায় লাল শাক পুবের আকাশ’ থেকে কবিতা আবৃত্তি এবং কবিকে নিয়ে ভিজ্যুয়াল উপস্থাপনা বা ভিডিও বক্তব্য। আবৃত্তির মান, ভাব, উপস্থাপনা ও ভিজ্যুয়াল ভাষা মূল্যায়ন করা হবে।
২. প্রবন্ধ লেখা প্রতিযোগিতা:
শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা ও কর্ম নিয়ে প্রবন্ধ। বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে—রাষ্ট্রচিন্তা, সংস্কৃতি ও ফ্যাসিবাদ, আধিপত্যবাদ প্রশ্ন, কবি ও কবিতা, পররাষ্ট্রনীতিতে হাদির ভাবনা, শাহবাগ মোকাবিলায় কর্মপন্থা, ইয়েলো জার্নালিজম, জুলাই অভ্যুত্থান ও শরীফ ওসমান হাদি, নয়া রাজনীতি, তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন এবং ইনকিলাব মঞ্চে তাঁর ভূমিকা।
পুরস্কার
এই প্রতিযোগিতায় মোট ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।
নিয়মাবলি
প্রতিযোগিতা চলাকালে প্রয়োজনীয় তথ্য ধারাবাহিকভাবে জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
যোগাযোগ
মিম্বার পেজের ইনবক্স অথবা
ই-মেইল: info@minbarbd.com
আয়োজনে: মিম্বার