৫ জানুয়ারি, ২০২৬ ১১:১১ এএম
বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী কল্যাণ ও দাওয়াহ সম্পাদক জনাব মো. রফিকুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর উপজেলার প্রধান পৃষ্ঠপোষক মো. আলাউদ্দিন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল বারি এবং বিশিষ্ট সমাজসেবক ডা. আলি আকবর।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী নকিবুল্লাহ গালিব। এছাড়া দিগন্ত শিল্পগোষ্ঠীর শিল্পীরা নাটক ও সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও গাজী মুক্তিযোদ্ধাদের স্মরণে উৎসর্গ করা হয়। বিশেষভাবে ফ্যাসিবাদীদের হামলায় নিহত জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিল ভাওয়াল মির্জাপুর ফ্রেন্ডস ক্লাব।