৩ নভেম্বর, ২০২৫ ১৪:১৯ পি এম
বগুড়া কালচারাল একাডেমির উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর শনিবার সকাল নয়টায় বগুড়ার স্কাইভিউ রেস্টুরেন্ট-এর চাঁদনী হলরুমে একাডেমির পরিচালক শিল্পী এনামুল হক এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় পর্যায়ের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী এবং বাংলাদেশ সংগীত কেন্দ্রের অফিস সম্পাদক মাসুদ রানা, দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর কেন্দ্রীয় অফিস সম্পাদক বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মনিরুল ইসলাম মনির, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জনাব মো: এমদাদুল হক এবং বিশিষ্ট কবি ও গীতিকার এ কে আজাদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কালচারাল একাডেমির উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাসেত, মাও: মানছুরুর রহমান ও একাডেমির তত্ত্বাবধায়ক মাও: মিজানুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া কালচারাল একাডেমির দুই সহকারী পরিচালক গোলাম মোর্শেদ মিলন এবং সামিউল ইসলাম। অনুষ্ঠানে বগুড়া কালচারাল একাডেমির সকল সদস্য এবং বগুড়ার ১১টি উপজেলার সাংস্কৃতিক দায়িত্বশীল ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।