২২ নভেম্বর, ২০২৫ ১৫:৩৫ পি এম
আগামী ৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫। দিনব্যাপী এই উৎসবে থাকছে—শিশু-কিশোরদের ছবি আঁকা ও গল্পবলা প্রতিযোগিতা, শিশুসাহিত্য বিষয়ক সেমিনার, আমন্ত্রিত লেখকদের ছড়া–কবিতা পাঠ, শিশুচলচ্চিত্র প্রদর্শনী, পাপেট শো, মঞ্চ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই পাবেন সার্টিফিকেট ও গিফট; বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার। ছবি আঁকা ও গল্পবলা প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
যেসব লেখক এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।
রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe3of_2zojL52MIwElvKbKkMfKEdbeu53iMvZ9eIbSBtF3tLg/viewform