৩ জানুয়ারি, ২০২৬ ১৫:৪২ পি এম
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন-নুর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ আল আমিন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ইফাজ আহমদ খান, তাওহীদ বিন জাকির, ইকবাল হোসেন মঞ্জু, কারিমুল ইসলাম ও কানিজ শেখ। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।