২২ নভেম্বর, ২০২৫ ১১:২৭ এএম
ইতিহাসপ্রেমী দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হয়েছে শান্তির ছায়া। উপমহাদেশে ইসলাম প্রচারের মহান ব্যক্তিত্ব হযরত শাহজালাল (র.)-এর জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইতিহাসভিত্তিক কার্টুন “শাহজালাল”। নির্মাতারা জানিয়েছেন, এটি একটি শিক্ষামূলক ও গবেষণাধর্মী নির্মাণ, যেখানে শাহজালালের ব্যক্তিত্ব, দাওয়াতি কর্মকাণ্ড এবং মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে সহজ ভাষা ও চিত্রায়ণে।
নির্মাণে রয়েছে অভিজ্ঞ শিল্পী ও প্রযুক্তিবিদদের সমন্বিত টিম। কার্টুনটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সাইফুল্লাহ মানছুর। গ্রন্থনা করেছেন আহসান হাবীব খান।
ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়েছেন—সাইফুল্লাহ মানছুর, শরীফ বায়জীদ মাহমুদ, হাসিনুর রব মানু, শাহজাহান কবির, মাহবুব মুকুল এবং আহসান হাবীব খান।
কার্টুনটির সাউন্ড ডিজাইন করেছেন জুলকারনাইন এবং গ্রাফিক্স তৈরি করেছেন এম এ তাওহিদ।
এনিমেশন নির্মাণ করেছে আর্কটিক এনিমেশন।
পুরো প্রকল্পটির প্রযোজনা করেছেন তাওকির আব্দুল্লাহ এবং পরিচালনায় ছিলেন মাহজুবা মুসতাবশিরা।
নির্মাতা প্রতিষ্ঠান জানায়, ইতিহাসভিত্তিক এই সিরিজটি নিয়মিত আপডেট পেতে দর্শকদেরকে শান্তির ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হয়েছে।
নৈতিক শিক্ষা ও ঐতিহাসিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত “শাহজালাল” কার্টুনটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ কাড়তে শুরু করেছে।