৯ জানুয়ারি, ২০২৬ ১৯:৪৩ পি এম
বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গাজীপুরে অনুষ্ঠিত হলো- "পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি" বিষয়ক অনুষ্ঠান।
জুমাবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুর মহানগরের শিববাড়ীস্থ ইসলামী ট্রাস্ট মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা উত্তর অঞ্চলের উদ্যোগে এবং গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর শাখার ব্যবস্থাপনায় "পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি" অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা শুধু খাবার নয়—এটি বাংলাদেশের সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও ঐতিহ্যের প্রতীক। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব মো: রফিকুল হায়দারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সভাপতি মো: আনিছুর রহমান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর এর প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি জেনারেল ড. মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলার প্রধান উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর অফিস সম্পাদক মো: মনিরুল ইসলাম, গাজীপুর মহানগর সভাপতি মো: মনির হোসাইন খান এবং সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন সর্বজনাব শিল্পী মেহেদী হাসান সিরাজ, নাজির আহমেদ সরকার, অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, শিল্পী নকিবুল্লাহ গালিব প্রমুখ।
বক্তারা সাংস্কৃতিক উপলব্ধির মাধ্যমে ভীনদেশী জীবন বিধ্বংসী অপসংস্কৃতির পরিবর্তে সুস্থধারার ইসলামী সংস্কৃতির প্রসার ও বাস্তবায়ন করে সমাজে নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিল্পী সংগ্রহ অভিযান-২০২৫ এ সফলতায় ১ম স্থান অর্জনকারী গাজীপুর জেলা ও ২য় স্থান অর্জনকারী গাজীপুর মহানগর শাখাকে সম্মাননাা সনদ ও ক্রেস্ট প্রদান করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কেন্দ্রের পক্ষ থেকে ড. মনোয়ারুল ইসলাম।
পিঠা প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রানবন্ত রূপ ধারন করে। ফলে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়।