২৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:১৭ পি এম
শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়াকে বিদায় জানিয়েছে। অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করা এই শিল্পী সম্প্রতি নিজের জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে সে আর প্রকাশ্যে মুখ দেখাবে না এবং নেকাব পরা শুরু করেছে। সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা এবং দ্রুতই শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করে।
তবে এখন অভিনয় জগত থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছে সে। বিষয়টি নিশ্চিত করে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানান, এটি লুবাবার ব্যক্তিগত উপলব্ধি থেকে নেওয়া সিদ্ধান্ত। তিনি বলেন, লুবাবা আর মিডিয়ায় কাজ করবে না এবং মুখ দেখাবে না বলেই নেকাব পরছে। এই অবস্থায় অভিনয় বা নিয়মিত মিডিয়ায় কাজ করা সম্ভব নয়। জেমি আরও জানান, ধর্মীয় অনুশীলন ও পাঠাভ্যাস থেকেই লুবাবার মধ্যে এই পরিবর্তন এসেছে। সে নিয়মিত কোরআন, হাদিসসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়ছে এবং ইতিমধ্যে কোরআন খতম দিয়েছে।
ধর্মীয় চিন্তাভাবনাই তাকে নতুন জীবনধারার দিকে নিয়ে গেছে বলে জানান তিনি। তবে পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সরে যাচ্ছে না লুবাবা। নেকাব পরিহিত অবস্থায় সীমিত পরিসরে কিছু প্রচারণামূলক কাজ করতে পারে বলেও জানান তার মা। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।