৬ জানুয়ারি, ২০২৪ ১৭:২৭ পি এম
যুক্তরাষ্ট্রের প্রাচীনতম অভিধান মেরিয়াম-ওয়েবস্টার, অক্সফোর্ড ও কেমব্রিজ- এ তিনটি অভিধান (ডিকশনারি) ২০২৩ সালের সেরা ৩ শব্দকে বর্ষসেরা হিসেবে ঘোষণা দিয়েছে। এ তিনটি জনপ্রিয় অভিধান থেকে তিনটি শব্দ নেওয়া হয়েছে। তিনটি শব্দকে তারা বর্ষসেরা বলে ঘোষণা দিয়েছে।
অথেনটিক: যুক্তরাষ্ট্রের প্রাচীনতম অভিধান মেরিয়াম-ওয়েবস্টার বর্ষসেরা নির্বাচন করেছে অথেনটিক (Authentic) শব্দটিকে। এর অর্থ খাঁটি বা প্রকৃত। অভিধানটির কর্তৃপক্ষ জানিয়েছে, অথেনটিক শব্দটির একাধিক অর্থ আছে। যেমন খাঁটি, প্রকৃত বা মিথ্যা নয়। মূলত মানুষের ‘প্রকৃত ব্যক্তিত্ব, সত্তা কিংবা চরিত্র’ নির্দেশ করতেও এই অথেনটিক কথাটা ব্যবহার করা রয়েছে। মিথ্যা, অপপ্রচার, আসল আর নকল-এসবের পার্থক্য কমে আসায় মানুষ সম্ভবত এই শব্দটা এখন বেশি ব্যবহার করছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে লেখা, ছবি, ভিডিওসহ সবকিছু যাচাইয়ে মানুষ অথেনটিক শব্দটি বেশি ব্যবহার করছেন। বিবিসি বলছে, বিভিন্ন ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটিরাও শব্দটিকে জনপ্রিয় করে তুলেছেন। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), তারকা সংস্কৃতি, পরিচয় (আইডেন্টিটি) এবং সামাজিক মিডিয়াকে কেন্দ্র করে বিভিন্ন গল্প আর কথোপকথনে শব্দটি ব্যবহারে মানুষের আগ্রহ দেখা গেছে।
রিজ: অক্সফোর্ড বলছে, তাদের কাছে সেরা শব্দ হচ্ছে রিজ (Rizz)। আটটি শব্দের তালিকা থেকে এটিকে বেছে নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে শৈলী, কমনীয়তা বা আকর্ষণীয়। সঙ্গীকে আকৃষ্ট করতে এটি ব্যবহার করা হয়। জানা গেছে, ২০২২ সালের জুনে অভিনেতা টম হল্যান্ড এক সাক্ষাৎকারে রিজ শব্দটি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার কোনো রিজ নেই, আমার সীমিত রিজ আছে।’ এরপর থেকেই শব্দটি জনপ্রিয় হতে থাকে।
হ্যালুসিনেট: কেমব্রিজ অভিধান বেছে নিয়েছে Hallucinate শব্দটিকে। অর্থাৎ মায়া বা অলীক কিছুতে বিশ্বাস রাখা, অর্থাৎ এক ধরনের মায়া বা বিভ্রান্তিতে থাকা। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মিথ্যা তথ্য ছড়ানোর জায়গা থেকে এ শব্দ বেশি ব্যবহার করা হয়েছে।