২০ জানুয়ারি, ২০২৪ ১০:১৬ এএম
দেশে-বিদেশে ইসলামিক কনসার্টে অংশগ্রহণ এবং ইসলামী সঙ্গীতের সুরারোপ ও নির্মাণের মধ্য দিয়ে ২০২৩ সাল কাটিয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী ওবায়দুল্লাহ তারেক। বিদায়ী বছরে গুণী এ শিল্পীর গাওয়া মৌলিক সেরা ৫টি গান বাছাই করেছে কালচারাল টাইমস। গানগুলো তার Obydullah Tarek নামের আর্টিস্ট ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে।
১. লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক: লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, এসেছি তোমার দ্বারে পূন্য হতে, রহম করো গো প্রভু ধন্য তাতে - এমন কথামালায় সাজানো গানটি তালিকায় শীর্ষে রয়েছে। পবিত্র হজ্জ পালনের মহিমা এ গানে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার শিল্পী ওবায়দুল্লাহ তারেক নিজেই। ২০২৩ সালের ২৪ জুন রিলিজ হওয়া গানটি এ পর্যন্ত ৩ লাখের বেশি ভিউ হয়েছে।
২. আল্লাহু আকবার: আল্লাহু আকবার শিরোনামের গানটি সেরার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আল্লাহু আকবার ধ্বনি তুলে মুসলিমদের বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার জানানো হয়েছে এ গানে। গানটির গীতিকার ও সুরকার শাহীন আরা আনোয়ারী। ২০২৩ সালের ১৫ অক্টোবর রিলিজ হওয়া গানটি ১ লাখের বেশি ভিউ হয়েছে।
৩. মন যে আমার অথৈ নদী: মন যে আমার অথৈ নদী, কুল কিনারা নাই, এপার ওপার করি আমি মেলে না উপায়- মরমী ধাঁচের এ গানটি সেরার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। গানটির গীতিকার শাহজাহান সানু। সুর করেছেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক নিজেই। ২০২৩ সালের ৭ মার্চ প্রিমিয়ার হওয়া গানটি প্রায় ৫৫ হাজার ভিউ হয়েছে।
৪. সব আশা হয়না পূরণ: মানুষের জীবনের সব আশা কখনো পূরণ হয় না। জীবনের সব হিসেব মেলে না। গানের সুরে সুরে এমন আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। গানটির গীতিকার রফিকুজ্জামান রুমন। সুর করেছেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক নিজেই। ২০২৩ সালের ২৮ জুন রিলিজ হওয়া গানটি এ পর্যন্ত প্রায় ৫০ হাজার ভিউ হয়েছে।
৫. ক্ষমা কত চাইবো প্রভু: ক্ষমা কত চাইব প্রভু, চাইব কত আর, আমি যেদিক তাকাই, দেখিতে পাই গুনাহের পাহাড়- এমন ছন্দে সাজানো গানটি সেরার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। গানটির গীতিকার ও সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রিলিজ হওয়া গানটি এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ভিউ হয়েছে।