১৬ জানুয়ারি, ২০২৪ ১৯:০৭ পি এম
জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ১৬ জানুয়ারি ২০২৪ বিকাল ৫টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ২০২৪ সালের নতুন প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উন্মোচিত প্রকাশনাগুলো হলো-ক্যালেন্ডার, দেয়ালিকা, কলম, ডায়েরী প্রভৃতি। দেশীয়র সমন্বয়ক শিল্পী মোস্তফা মনোয়ারের সঞ্চালনায় ক্বারী আব্দুল আলিম আশিকের সুললিত কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় সংস্কৃতিকে লালন এবং সর্বস্তরের মানুষের মাঝে এর ব্যাপক বিস্তৃতি ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। নৈতিক মূল্যবোধের চরম এই ক্রান্তিকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের এই সকল প্রকাশনা সবাইকে আশান্বিত করবে। আমরা কাজ করব ক্রমান্বয়ে এবং ধারাবাহিকভাবে। সৃষ্টিশীল এ সকল কাজের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা ও দুয়া কামনা করছি।
আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরো বলেন, সাহিত্য-সংস্কৃতির গুণগ্রাহীদের কাছে নান্দনিক এ সকল সাহিত্য-সাংস্কৃতিক উপকরণ পৌঁছে দিয়ে শুদ্ধ সংস্কৃতির পথচলাকে আরো সুদৃঢ় ও গতিশীল করবার জন্য সকলকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমার বিশ্বাস আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতিকে শক্তিশালী করবার মাধ্যমে আমাদের দেশকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিতে পারি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সভাপতি ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান, কবি আসাদ বিন হাফিজ, কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি বিশিষ্ট কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল, কিড্স ক্রিয়েশনের সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল হায়দার, দেশীয়র সাংস্কৃতিক কর্মকর্তা নাট্যকার মনিরুল ইসলাম, সাহিত্য কর্মকর্তা ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সালমান রিয়াজ, শিল্পী অহিদুর রহমান, শিল্পী এ এস এম মুয়াজ্জাম হুসাইন, আব্দুল্লাহ ইমরান প্রমুখ।