১৬ মার্চ, ২০২৪ ১৫:০৮ পি এম
অধ্যাপক ড. আরজুমান্দ আরা নাছিমার প্রথম প্রবন্ধগ্রন্থ ‘রোজা: আত্মশুদ্ধির ছোঁয়া’ প্রকাশিত হয়েছে। বইটি গ্রন্থকুঞ্জ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ ডিজাইন করেছেন হাশেম আলী।
বইটির বিষয়ে প্রকাশক মনোয়ারুল ইসলাম বলেন, ড. আরজুমান্দ আরা নাছিমা এ সময়ের একজন গুণী লেখক। অধ্যাপনা পেশায় যুক্ত থাকলেও সাহিত্য-সংস্কৃতিতে অন্তঃপ্রাণ। এদেশের নারী সমাজের মাঝে ইসলামী ধারার সাহিত্য-সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার কাজে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তিনি।
বইটিতে মোট ১০টি প্রবন্ধ স্থান পেয়েছে। অধিকাংশ লেখায় লেখিকা মাহে রমজানকে ফোকাস করলেও মূল বিষয়বস্তু হিসেবে তাকওয়ার রঙে জীবনকে রাঙাবার আহ্বান জানিয়েছেন। বইটির কভার মূল্য ১৭৫ টাকা। পাঠক গ্রন্থকুঞ্জ প্রকাশন ছাড়াও দেশের বৃহত্তম অনলাইন বই বাজার রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।
ড. আরজুমান্দ আরা নাছিমা ১৯৭২ সালে ৬ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল মান্নান ও মাতার নাম আপতাহা খাতুন। স্কুল এবং কলেজের পড়াশোনা নিজ জেলা থেকেই সম্পন্ন করেন। তিনি ১৯৯৮ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৯ সালে এমফিল ও ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সিটি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি জাতীয় দৈনিক ও বিভিন্ন সাময়িকীতে লিখছেন নিয়মিত। ইতোমধ্যেই তার সম্পাদনায় বেশ কিছু স্মারক, সংকলন ও সাময়িকী প্রকাশিত হয়েছে। যা পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
তার স্বামী ডা: মো: রফিকুল ইসলাম একজন চিকিৎসক (এনেস্থিসিয়া)। তিনি দুই পুত্র সন্তানের জননী। বড় ছেলে ডা: নাজমুস সাকিব ও ছোট ছেলে নাজমুন নাফিজ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্র।