জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বকাল সাংস্কৃতিক পরিষদ (স্বসাপ)-এর উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শহীদ খোকন পার্কে গত ২৯ আগস্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠানটি হয়। স্বসাপ-এর সভাপতি সৈয়দ মোস্তফা কামাল-এর সভাপতিত্বে ও শরিফুল ইসলাম সবুজের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বকাল-এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আবিদুর রহমান। আলোচনা করেন অধ্যাপক এমদাদুল হক, কবি ও নজরুল গবেষক এ কে আজাদ প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন স্বকাল সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মাহবুব আলম পাশা, মেহেদী হাসান, হাসান রুহুল, জুলকার নাঈম ও অন্যান্য বিশিষ্টজন।
সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন স্বকাল ও সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়ার শিল্পীবৃন্দ।