২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৩৭ পি এম
অহিদ সালিমের ‘হৃদয় রাঙা সুর’ গীতিকাব্যের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বিকালে অমর একুশে বইমেলা ২০২৪-এ নাট্যকার মনিরুল ইসলামের উপস্থাপনায় বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশজ প্রকাশনের প্রকাশক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম, লেখক ওয়াজেদ বাঙালি, কবি ও গবেষক ইয়াসিন মাহমুদ, লেখক আবুল খায়ের নাঈমুদ্দীন, নাট্য পরিচালক আজিজ হাকিম, নাট্যাভিনেতা বাহারুল ইসলাম হীরা, আব্দুল্লাহ আল-ইমরান প্রমূখ।
বইটি দেশজ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ ডিজাইন করেছেন মোমিন উদ্দীন খালেদ। ‘হৃদয় রাঙা সুর’ বইটি অহিদ সালিমের প্রথম প্রকাশিত গীতিকাব্য। যেখানে স্থান পেয়েছে হামদ-নাত, দেশ, মা-বাবা, জীবনমুখি, কবরমুখি, সম্পর্ক, প্রার্থনা, আহ্বান, রমজান, প্রেরণা, প্রতিবাদী, জাগরণ, বিবাহ, আঞ্চলিকসহ বিভিন্ন ধরনের গান। বইটির কভার মূল্য ২০০ টাকা। অমর একুশে বইমেলা-২০২৪ এর দেশজ প্রকাশনের ৫৮৭ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও পাঠকরা রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
অহিদ সালিমের প্রকৃত নাম মো. অহিদুর রহমান। এছাড়া আবিদ আল অহিদ, অহিদুর রহমান সরদার নামেও তিনি পরিচিত। ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর যশোর জেলা মনিরামপুর থানার অন্তর্গত বালিধা গ্রামের নাজিম উদ্দীন সরদার এবং আলেয়া খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স এর পাশাপাশি এল এল. বি সম্পন্ন করেন।
অহিদ সালিম একাধারে একজন গীতিকার-সুরকার, লেখক, কবি ও সাহিত্যিক। লিখেছেন ছড়া, কবিতা, প্রবন্ধ, গান, গল্প ইত্যাদি।
কর্মজীবনে তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার ও সাংবাদিক। শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনেও কাজ করেছেন। জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)’ -এর বিভিন্ন দায়িত্ব পালন করেন। সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘মনন’ এর নির্বাহী সম্পাদক এবং পিদিম প্রকাশনী’র নির্বাহী হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি ছিলেন যশোরের ঐতিহ্যবাহী মোহনা ও তরঙ্গ শিল্পীগোষ্ঠী’র পরিচালক। বর্তমানে তিনি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘শতাব্দী’তে কাজ করে যাচ্ছেন।