১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২২ এএম
অমর একুশে বইমেলা ২০২৪-এ আসছে কবি ইয়াসিন মাহমুদের কাব্যগ্রন্থ ‘সময়ের পারদরেখা’। বইটি দেশজ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ ডিজাইন করেছেন মোমিন উদ্দীন খালেদ।
বইটির বিষয়ে প্রকাশক মনোয়ারুল ইসলাম বলেন, ‘সময়ের পারদরেখা’ বইয়ে কবি মানব মনের অভিজ্ঞতার বিভিন্ন প্রকার পরিস্থিতির উপর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার কবিতায় মানুষ হিসেবে মানুষের পরিচয়, মানুষের বিশ্বাস-অবিশ্বাস, বুকের ভেতরে লুকিয়ে থাকা বোবা কান্না চেপে নতুন করে এক বুক সাহসে জ্বলে ওঠার সবক দেয়া হয়েছে। কবি সময়ের পারদরেখায় দাঁড়িয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে বিজয় মিছিলের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা করতে চেয়েছেন।
এর আগে কবি ইয়াসিন মাহমুদের একাধিক প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হলেও ‘সময়ের পারদরেখা’তার প্রথম কাব্যগ্রন্থ। বইটির কভার মূল্য ২০০ টাকা। অমর একুশে বইমেলা-২০২৪ এর দেশজ প্রকাশনের ৫৮৭ নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও পাঠকরা রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
ইয়াসিন মাহমুদের জন্ম সাতক্ষীরা জেলায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অনার্স, মাস্টার্স ও এমফিল ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি দেশের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি গবেষণারত।
ছাত্রজীবন থেকেই শিল্প-সাহিতের পথে অবিরাম হেঁটে চলছেন ইয়াসিন মাহমুদ। তার সম্পাদিত ‘আবীর’ শিল্প-সাহিত্যের অঙ্গনে আলোচিত একটি ছোটকাগজ। তার প্রকাশিত প্রবন্ধগ্রন্থগুলো হলো; ‘রাজনীতির অন্ধগলি’ ‘কাঁটাযুক্ত গলিপথ পেরিয়ে’এবং ‘এই সংগ্রাম এই স্লোগান’।