৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪০ এএম
অমর একুশে বইমেলা ২০২৪-এ এসেছে কবি মাহফুজুর রহমান আখন্দের কবিতাগ্রন্থ ‘প্রেম কিনেছি হৃদয়-দামে’। সময়ের আলোচিত এই কবির বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রখ্যাত প্রচ্ছদশিল্পী মোমিন উদ্দিন খালেদ।
ইনভেলাপ পাবলিকেশন্সের প্রকাশনায় ‘প্রেম কিনেছি হৃদয়-দামে’ বইটির দাম ২০০ টাকা। সাধারণ ছাড় ২৫ শতাংশ হলেও শিক্ষার্থীদের জন্য বইটি ৩০ শতাংশ ছাড় দিচ্ছে প্রকাশনী। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৪১০ নম্বর স্টলে।
বইটি প্রসঙ্গে কবি মাহফুজুর রহমান আখন্দ বলেন, প্রেম আধ্যাত্মিকতা সৃষ্টির অনন্য উপাদান। এর টানেই এগিয়ে যাচ্ছে সমাজ-সংস্কৃতি; মননবিশ্ব। বিশ্বায়নের কর্মচঞ্চলতায় পবিত্র প্রেমের সাথে নোংরামি জড়িয়ে যাচ্ছে। বিশুদ্ধ প্রেমের অনুসন্ধানে ওড়াউড়ি করছে গ্রন্থের প্রতিটি কবিতা। গ্রন্থের অধিকাংশ কবিতা স্বরবৃত্ত ছন্দে রচিত হলেও ছন্দ-মাত্রা প্রয়োগে পরীক্ষা-নিরীক্ষাও চোখে পড়বে। প্রেমকে মৌল বিষয় হিসেবে উপস্থাপন করা হলেও কবিতাসমূহে অন্তর্নিহিত বিষয়বৈচিত্র্য রয়েছে। গ্রন্থটি দুর্বোধ্য কবিতার ভিড়ে পাঠককে প্রেমপদ্যের সুবাসে সিক্ত করার প্রয়াস মাত্র। আশা করি, কবিতাগুলো পাঠক হৃদয়ে প্রেমের মুগ্ধতা ছড়াতে সক্ষম হবে।