১৩ জানুয়ারি, ২০২৪ ১৫:৪৪ পি এম
২০২২ সালের মাঝামাঝি গানের জগতকে বিদায় জানায় জনপ্রিয় কণ্ঠশিল্পী জাইমা নূর। কণ্ঠের পর্দা রক্ষা করতেই গানকে বিদায় জানায় এ শিল্পী। কিন্তু পূর্বে রেকর্ডকৃত তার গাওয়া গানগুলো ২০২৩ সালেও বিভিন্ন ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। বিদায়ী বছরে রিলিজ হওয়া জাইমা নূরের সেরা ৫ গান বাছাই করেছে কালচারাল টাইমস। জনপ্রিয়তার বিচারে এ তালিকা তৈরি হয়েছে।
১. ছোট্ট সোনা: ছোট্ট সোনা ঘুমাও তুমি, রাত জাগা নয় ভালো- এমন লিরিক্সে সাজানো গানটি সেরার তালিকায় শীর্ষে রয়েছে। গানটিতে ছোট্ট সোনামনিদের রাত না জেগে দ্রুত ঘুমানোর তাগিদ এবং ঘুমের সুন্নতী নিয়মনীতি শিখানো হয়েছে। একইসঙ্গে রাত জাগার কুফল জানানো হয়েছে। গানটির গীতিকার শাহ মিজান এবং সুরকার শিল্পী সাইফুল্লাহ মানছুর। ২০২৩ সালের ১৩ জানুয়ারি Saifullah Mansur Official ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হওয়া গানটি ৪৬ লাখের বেশি ভিউ হয়েছে।
২. যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়: যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কা'বায়। জনপ্রিয় গীতিকার ও সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানের কালজয়ী এ গানটি রিমেক করে শিল্পী জাইমা নূর। সেরার তালিকায় এটি দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালের ১২ জুন Saifullah Mansur Official ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হওয়া গানটি প্রায় সাড়ে ৪ লাখ ভিউ হয়েছে।
৩. এতো যে শোকর করি আল্লাহ্ তোমার: মহান আল্লাহ তায়ালার দেয়া হাজারো নিয়ামতের শুকরিয়া প্রকাশ এ গানের কথামালায় ফুটে উঠেছে। জনপ্রিয় এই হামদটি লিখেছেন জোবায়ের হুসাইন। সুর করেছেন মাহফুজ মামুন। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি গানটি Jaima Noor আর্টিস্ট ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়। গানটি এ পর্যন্ত প্রায় ৪ লাখ ভিউ হয়েছে।
৪. এই মাটি আমাদের: ফিলিস্তিনিরা আজ অধিকার হারা। পবিত্র ভুমি আল-আকসা থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। বিশিষ্ট গীতিকার নূরুজ্জামান শাহ ২০২১ সালে এই গানটি লিখেছিলেন। পূর্বে রেকর্ডকৃত জনপ্রিয় ক্ষুদে শিল্পী জাইমা নূরের গাওয়া গানটির সুর দিয়েছেন বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। ২০২৩ সালের ১২ অক্টোবর গানটি Saifullah Mansur Official ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়। গানটি প্রায় ৩ লাখ ২০ হাজার ভিউ হয়েছে।
৫. রাত কেটেছে স্বপ্নে বিভোর: রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার, দীনের পথে নামতে- এমন কথামালায় সাজানো কালজয়ী এ গানটি কভার করে শিল্পী জাইমা নূর। মানুষকে ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে এ গানে। গানটির গীতিকার ড. আ. জ. ম. ওবায়দুল্লাহ। সুরকার শিল্পী মশিউর রহমান। ২০২৩ সালের ২৫ মে গানটি Jaima Noor আর্টিস্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। গানটি এ পর্যন্ত প্রায় ৩ লাখ ১০ হাজার ভিউ হয়েছে।