৬ জুলাই, ২০২৪ ০৯:৩৫ এএম
‘অনিবার্য বিপ্লবের’ কবি আসাদ বিন হাফিজ। তিনি দেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার, সাহিত্যিক ও প্রকাশক। গত রোববার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে (১ জুলাই) আশির দশকের অন্যতম সেরা এ কবি ইন্তেকাল করেন। তার লেখায় ছিল- ইসলামী আকিদা-বিশ্বাস, দেশ-মাটি ও মূল্যবোধের প্রকাশ। কবি অসংখ্য গান লিখেছেন এবং পাঠক মন জয় করেছেন। তার লেখা সেরা ৫ গানের বিস্তারিত তুলে ধরছে কালচারাল টাইমস।
উড়োজাহাজ
সেরার তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘উড়োজাহাজ’ শিরোনামের গানটি। জনপ্রিয় শিশুতোষ এ ছড়া গানটিতে উড়োজাহাজের আকাশ পথে ছুটে চলা এবং আবার গন্তব্যে ফিরে আসার বর্ণনা ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের জীবনও যে ক্ষণিক, তাকে গন্তব্যে ফিরে আসতে হয়- এ চিরন্তন সত্য উপস্থাপন করেছেন কবি। গানটির সুরকার শিল্পী সাইফুল্লাহ মানসুর। ২০২২ সালের ৬ আগস্ট Suraiya Akter Saifa আর্টিস্ট ইউটিউব চ্যানেলে এটি রিলিজ হয়। গানটি ১ কোটি ৮০ লাখের বেশি ভিউ হয়েছে।
বিসমিল্লাহ্
দ্বিতীয় স্থানে রয়েছে ‘বিসমিল্লাহ’ শিরোনামের গানটি। কবি গানে গানে শিশুদের প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলার শিক্ষা দিয়েছেন। গানটির সুরকার শিল্পী সাইফুল্লাহ মানসুর। জনপ্রিয় এ ছড়া গানটির কার্টুন করেছে প্যানভিশন টিভি। ২০১৮ সালের ২২ আগস্ট রিলিজ হওয়া গানটি ১ কোটি ৭১ লাখ ভিউ হয়েছে।
আমার একটা মন ছিল
তৃতীয় স্থানে রয়েছে শিল্পী সাইফুল্লাহ মানছুরের সূরে জীবনঘনিষ্ঠ কথার গান ‘আমার একটা মন ছিল’। কবি নিজের স্মৃতিময় জীবনের কথা গানে বললেও কথাগুলো সবার জীবনের সাথেই কম বেশী মিলে যাবে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিখ্যাত ‘Spondon Audio Visual Centre’- এর ইউটিউব চ্যানেলে গানটি প্রিমিয়ার হয়। এটি ১ কোটি ২১ লাখের বেশি ভিউ হয়েছে।
পৃথিবী না জানুক
ব্যক্তি শুধু নিজেই জানে সে কত গোপন পাপ করেছে। কবি গানে গানে সেই পাপের কথা স্মরণ করেছেন এবং ভয় প্রকাশ করে বলেছেন- আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। জীবনঘনিষ্ঠ এ গানের সুরকার সুরসম্রাট শিল্পী মশিউর রহমান। MoshiurRahmanOfficial ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৮ মার্চ রিলিজ হওয়া গানটি প্রায় ২৭ লাখ ভিউ হয়েছে।
দাও খোদা দাও
সেরার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘দাও খোদা দাও’ শিরোনামের গানটি। কবি এ গানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত আবুবকর, হযরত ওমরের মতো সাচ্চা ঈমানদার, আলী ও হামযার মতো বীরসেনা চেয়ে সমাজের ফ্যাতনা-ফ্যাসাদ দূর করার আকুতি করেছেন। গানটির সুরকার শিল্পী মশিউর রহমান। MoshiurRahmanOfficial ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১ অক্টোবর রিলিজ হওয়া গানটি প্রায় ২৪ লক্ষ ভিউ হয়েছে।