২১ জানুয়ারি, ২০২৪ ১৮:১২ পি এম
বিভিন্ন ইসলামী রিয়েলিটি শো-এর উপস্থাপনা ও ইসলামী সঙ্গীত নির্মাণের মধ্য দিয়ে ২০২৩ সাল কাটিয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী গাজী আনাস রওশান। বিদায়ী বছরে গুণী এ শিল্পীর গাওয়া মৌলিক ৫টি সেরা গান বাছাই করেছে কালচারাল টাইমস। গানগুলো ইসলামিক গানের অন্যতম বৃহত্তম প্লাটফর্ম Heaven Tune ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে।
আবহমানকাল থেকেই চলছে জালিমের বিরুদ্ধে মুসলীমদের লড়াই। পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত নিস্পেসিত হচ্ছে মুসলীমরা কিন্তু তার পরেও তারা কখনও হতাশ হয়নি। তারা জানে ইসলামের বিজয় একদিন হবেই। তাই যুগে যুগে মুজাহিদগণ প্রাণপণ লড়ে যায় জান্নাতের সেই অনন্ত সুখের প্রত্যাশায়।
“কেঁদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলিন, কেঁদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলিন” এমন মর্মস্পর্শী কথা ও সুরে গানটি সাজিয়েছেন গীতিকার, সুরকার ও শিল্পী নাবিল আদনান। গানে-গানে সুরে-সুরে যারা জিন ও ইনসানের মুক্তির কথা বলেন তাদের মধ্যে শিল্পী গাজী আনাস অন্যতম। কেঁদো না ফিলিস্তিন গানটি গত বছরের ১৫ই অক্টোবর রিলিজ হয়। অল্প সময়ে গানটি ১৭ লাখের বেশি ভিউ হয়েছে।
এ শিল্পীর গাওয়া মৌলিক ৫টি সেরা গানের মধ্যে আরও রয়েছে -ইয়াকুব আল হাসান এর কথা ও মাহমুদ ফয়সাল এর সুরে ‘রাসুল তোমাকে নিয়ে’ শিরোনামের গানটি।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে প্রতিবাদী গান “টেনশন প্রচুর” । গানটির কথা সাজিয়েছেন জুবায়ের খান সাদী, সুর করেছেন মাহমুদ ফয়সাল।
সফর বা ভ্রমনের মধ্যেও শিক্ষা রয়েছে, প্রেরণা রয়েছে, রয়েছে চিত্তবিনোদন। সফর গানটির মধ্যে সেটি উপস্থাপন করেছেন গীতিকার মামুন মিছবাহ ও সুরকার মাহমুদ ফয়সাল।
বিশ্বনন্দিত মুফাসসির, কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীর ইন্তেকাল নিয়ে “মুক্তি পেল খাঁচার পাখি” শিরোনামের গানটি রচনা করেছেন গীতিকার নাছির মাহমুদ। তাকে নিয়ে যে লেখকগণ গান লিখেছেন সে গানগুলোর মধ্যে এ গানটিও জনপ্রিয়তা পেয়েছে।