২৭ ডিসেম্বর, ২০২৩ ১৭:৫৫ পি এম
২০২৩ সালে বাংলাদেশ থেকে পরিচালিত ইউটিউব চ্যানেলগুলোতে রিলিজ হওয়া জনপ্রিয় ৫ ইসলামী সংগীত বাছাই করেছে কালচারাল টাইমস। সেরা ৫ গানের মধ্যে দু’টি গান বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে ঘিরে রচিত। ইউটিউবে দর্শকদের ভিউয়ের সংখ্যার আলোকে সেরার এ তালিকা তৈরি হয়েছে।
৫. যদি নাত লিখতে লিখতে
সেরার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘যদি নাত লিখতে লিখতে’ শিরোনামের গানটি। গানটির গীতিকার ও সুরকার নুর সাজ্জাদ। গানটি গেয়েছেন শিল্পী আবু উবায়দা। ‘Abu Ubayda’ নামের ভ্যারিফাইড আর্টিস্ট ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ মার্চ প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ৫২ লাখ ভিউ হয়েছে।
৪. কোরআনের পাখি আজ দিয়ে গেলো ফাঁকি
কোরআনের পাখি আজ দিয়ে গেলো ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি- এমন হৃদয়স্পর্শী কথামালায় সাজানো গানটি সেরার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর দিন ২০২৩ সালের ১৫ আগস্ট গানটি রিলিজ হয়। ‘Nasheed Film’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি এ পর্যন্ত প্রায় ৬৭ লাখ ভিউ হয়েছে। গানটির গীতিকার রাকিব হুসাইন। সুরকার শাহীন ইসলাম। গানটি গেয়েছেন শিশু শিল্পী মুয়াজ আলী।
৩. রহমতে আলম নুরে মুজাচ্ছাম
জনপ্রিয় গানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘রহমতে আলম নূরে মুজাচ্ছাম’ শিরোনামের গানটি। গানটির গীতিকার ও সুরকার ওয়ালী উল্লাহ আশেকী। গানটি গেয়েছেন শিশু শিল্পী মেহরাজ উদ্দীন। ‘AL-MADANI tv’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৫ মে গানটি প্রিমিয়ার হয়। গানটি এ পর্যন্ত ১ কোটির বেশি ভিউ হয়েছে।
২. আল্লামা সাঈদী তুমি মরোনি
আল্লামা সাঈদী তুমি মরোনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি- এমন কথায় সাজানো গানটি জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর একদিন পর ২০২৩ সালের ১৭ আগস্ট গানটি রিলিজ হয়। ‘TUNE HUT’ নামের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি এ পর্যন্ত ২ কোটি ৩৭ লাখ ভিউ হয়েছে। গানটির গীতিকার ও সুরকার জুবায়ের আহমেদ তাশরিফ। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী হামজা বিন আজাদ ও জুবায়ের আহমেদ তাশরিফ।
১. মনের ঘরেতে রেখেছি যারে
জনপ্রিয় গানের তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘মনের ঘরেতে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে’ শব্দচয়নে সাজানো গানটি। গানটির গীতিকার ও সুরকার শায়ের মোহাম্মদ বেলাল হোসাইন। গানটি গেয়েছেন শিশু শিল্পী আব্দুল্লাহ ইসলাম। ‘Al Mahmud TV’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি গানটি প্রচারিত হয়। গানটি এ পর্যন্ত প্রায় আড়াই কোটি ভিউ হয়েছে।