১৯ ডিসেম্বর, ২০২৫ ১৯:১১ পি এম
আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর, রাজপথের লড়াকু সৈনিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অ্যাকটিভিস্ট, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ইন্তেকালে জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'দেশীয় সাংস্কৃতিক সংসদ'র সভাপতি সাইফুল্লাহ মানছুর ও সেক্রেটারি ড মনোয়ারুল ইসলাম এক যৌথ শোকবার্তা জানিয়েছেন। শোকবার্তায় তারা বলেন, আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তাঁর ইন্তেকাল দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
শরীফ ওসমান হাদি ছিলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। লেখনী, সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক সচেতনতায় তিনি আপসহীন ভূমিকা রেখে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ প্রতিবাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে দেশীয় সংস্কৃতির পক্ষে অবস্থান এবং জনগণের অধিকার প্রশ্নে তাঁর স্পষ্টতা তাকে আলাদা পরিচয় দিয়েছে। তিনি ছিলেন চিন্তাশীল, সংগ্রামী এবং দায়বদ্ধ একজন সাংস্কৃতিক বিপ্লবী। দেশীয় সংস্কৃতির প্রসারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 'ইনকিলাব কালচারাল সেন্টার।'
স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে ওসমান হাদি ছিলেন এক সম্মুখ সারির যোদ্ধা। তার দুর্দান্ত সাহসিকতা ও আপসহীন বক্তব্য তরুণ প্রজন্মকে উজ্জীবিত করত। তাঁর ইন্তেকালে দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, তার শিশু সন্তান, সহযোদ্ধা ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাসুদ করিম ফয়সাল ও আলমগীর শেখ চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করে। ঢাকায় অবতরণ করে সন্ধ্যা ৬টার দিকে। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে।