১২ নভেম্বর, ২০২৩ ১৭:৫০ পি এম
শিল্পী রাকিবুল হাসান ১২ নভেম্বর ২০২৩ দুপুর সোয়া ১ টায় ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তিনি মা, ভাই-বোন, স্ত্রী ও ১ বছরের কন্যা শিশুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন কিডনীজনিত সমস্যায় অসুস্থ ছিলেন। তিনি মৃত মাওলানা আবুল কাশেমের পঞ্চম সন্তান। রাকিব আনন্দমোহন কলেজ থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ময়মনসিংহের মিনার সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক ছিলেন। ছাত্রজীবনে তিনি সুস্থধারার সাহিত্য-সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন। ময়মনসিংহ উত্তরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক এবং জাতীয় সংগঠন সসাসের আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন। তাঁর মৃত্যুতে যৌথ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও সমন্বয়ক মোস্তফা মনোয়ার।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন- রাকিবুল হাসান ছিলেন একাধারে একজন কণ্ঠশিল্পী, উপস্থাপক, বাচিকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী ধারার সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন একজন গুণীজনকে হারালো। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সম্ভাব্য সকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাকিবুল হাসান স্মরণে দোয়া ও আলোচনা সভা আয়োজন করারও আহবান জানান দেশীয়’র নেতৃবৃন্দ। মহান আল্লাহ যেন তাঁর ইয়াতিম কন্যা শিশু এবং অসহায় পরিবারকে ধৈর্য ধারণ ও তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দান করেন সেজন্য তারা দোয়া করেন।
রাকিবুল হাসান ১৯৯৬ সালের ১ জানুয়ারি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের খোদাবক্সপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রবিবার বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।