২৩ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪৯ পি এম
মানিকগঞ্জের কবি-লেখক, আবৃত্তিকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে গত ২২ ডিসেম্বর মনোরম এক সভায় "মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ" নামে একটি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের পথ চলা শুরু হয়েছে। এ সভায় সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফজলুল হক এর পরিচালনায় এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব রফিকুল হায়দার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী মাওলানা দেলোয়ার হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
সভায় ২০২৪ সালের জন্য সংগঠনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। পরিচালক হিসেবে মু. মমিনুর রহমান সালেহী, সহকারী পরিচালক মোঃ আলী বাবুল, সদস্য সচিব এড. এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ- মোঃ শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, সহকারি প্রচার সম্পাদক সোলায়মান হোসেন সাইফী দায়িত্ব পান। এ কমিটিতে আরও ১২ জন সদস্য মনোনীত করা হয়। এ ছাড়াও ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি জনাব রফিকুল হায়দার বলেন, আজ ভিনদেশী অপসংস্কৃতি তরুণ প্রজন্মকে খেয়ে ফেলছে। এজন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা-চেতনার পক্ষের সুস্থ ধারার সংস্কৃতিকে আমাদেরকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এর জন্য তিনি কিছু বাস্তব পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান আলোচক মাওলানা দেলাওয়ার হুসাইন বলেন, সংস্কৃতি এমন ভাবে লালন করতে হবে যে সংস্কৃতি লালন করার মধ্য দিয়ে নিজের শীর দেব কিন্তু ঈমান বিক্রি করবো না।
উক্ত সভার সভাপতি মাওলানা কামরুল ইসলাম বলেন, জীবনের প্রতিটি কাজই হলো সংস্কৃতি। সেটা রাসুলের দেয়া সংস্কৃতির আলোকেই হতে হবে। সেই লক্ষেই তিনি মানিকগঞ্জে সাহিত্য ও সংস্কৃতির কাজকে গতিশীল করার আহবান জানান । পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করে পরিচালক প্রোগামের সমাপ্তি ঘোষণা করেন।