১২ নভেম্বর, ২০২৪ ১৫:৪৬ পি এম
ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী সময়ে লেখক-প্রকাশকদের করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর শাহজাদপুরের একটি মিলনায়তনে ‘পরিবর্তিত সময়ে লেখক ও প্রকাশকদের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভা হয়। জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন দেশীয়’র সভাপতি ড. আ.জ.ম. ওবায়েদুল্লাহ।
দেশীয়’র সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ারের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, লেখক ও মোটিভেশনাল স্পিকার ড. আহসান হাবীব ইমরোজ, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল এবং বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান।
লেখক হিসেবে উপস্থিত ছিলেন নাসির হেলাল, ড. আবু হানিফ খান, আলী আহমাদ মাবরুর, নাসিমুল বারী, সালমান রিয়াজ, ইয়াসিন মাহমুদ, অহিদ সালিম প্রমুখ।
প্রকাশক ও প্রকাশনী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুক পয়েন্ট প্রকাশনীর মুসা খান, প্রফেসরস পাবলিকেন্সের ফাহাদ হোসেন, আহসান পাবলিকেশন্সের গোলাম কিবরিয়া, বিন্দু প্রকাশনের আব্দুল জব্বার, পরিলেখ প্রকাশনীর শাহাদাত সরকার, গার্ডিয়ান পাবলিকেশন্সের মাহমুদুল হাসান, মুনলাইট প্রকাশনীর আহসান হাবীব, কৈশোর প্রকাশনীর আহসান হাবীব, প্রচ্ছদ পাবলিকেশন্সের ফারাবী, ইনভেলাপ প্রকাশনীর হাসনাইন ইকবাল, বিআইআইটি’র ড. আব্দুল আজিজ ও লোকমান, ডাকটিকিট প্রকাশনীর বুরহান মাহমুদ, বাংলা সাহিত্য পরিষদের তৌহিদুর রহমান, আত্মপ্রকাশনের আফসার নিজাম, দেশজ প্রকাশনের মনিরুল ইসলাম, পিদিম প্রকাশনের অহিদুজ্জামান প্রমুখ।