৩০ মে, ২০২৪ ১৪:২৮ পি এম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করায় মনোয়ারুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ। গত ২৫ মে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ এবং বিশিষ্ট লেখক ও মোটিভেশনাল স্পিকার ড. আহসান হাবীব ইমরোজ।
মনোয়ারুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে গবেষণা করেন। গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রী প্রদান করা হয়। তার অভিসন্দর্ভের বিষয় “সামাজিক শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় ইসলামী শিক্ষার ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ (The Role of Islamic Education in Preserving Social Peace and Harmony : Bangladesh Perspective)
মনোয়ারুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার মানিক পোটল গ্রামে ১ সেপ্টেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও কৃষিবিদ মরহুম আব্দুল বারী ও রওশনারা খাতুনের ৮ম সন্তান। ইতোপূর্বে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স ও এমফিল ডিগ্রী লাভ করেন। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারী গবেষণা সংস্থায় কর্মরত আছেন।