২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ এএম
বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২৫ এবং বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে এসব ফেলোশিপ ও পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২৫ প্রাপ্তরা হলেন— ফিলিপ গাইন (সাংবাদিকতা), মাহবুব উল্লাহ (অর্থনীতি), সমর মজুমদার (শিল্পকলা), পারভীন হাসান (ইতিহাস), মেরিনা তাবাসসুম (শিল্পকলা), মতেন্দ্র মানখিন (সাহিত্য) এবং বিজন কুমার শীল (বিজ্ঞান)।
এ ছাড়া বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার: অধ্যাপক মনসুর মুসা, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার: খসরু চৌধুরী, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার: সানাউল হক খান, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার: হাফিজ রশিদ খান, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার: তারিক আনাম খান, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার: শিবব্রত বর্মন, হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার: সফিক ইসলাম, রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার: সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান। ফেলোশিপ ও পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের হাতে সম্মাননাপত্র, অর্থমূল্য, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, গবেষণা, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি নিয়মিতভাবে গুণীজনদের সম্মানিত করে আসছে। এতে দেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, সাত দশকের পথচলায় বাংলা একাডেমি গবেষণা ও মননচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও গুণীজনদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে একাডেমি তার দায়িত্ব পালন করে যাবে।