২ মে, ২০২৪ ১৫:৩৪ পি এম
হাতুড়ি কোদাল চালায় যারা দেশ গড়েছে তারা,
তাদের রক্তে বাবু সাব সব তারাই সর্বহারা।
পায়নি কখনো শ্রমের দাম ন্যায্য দাবি যেটা,
শোষনে শাসনে নির্যাতিত খায় হাতুড়ি পেটা।
ওদের ঘামে মিল কারখানা, ওঠে চিলেকোটা,
ইটের গায়ে লেগে থাকে ওদের রক্তের ছিটেফোটা
তোমার আমার হাসি ফোটায় জীবনের বিনিময়,
উন্নয়নের পিছনে তারা তিলে তিলে হয় ক্ষয়।
(আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার বিষয়ক ছড়া-কবিতা প্রতিযোগিতার আয়োজন করে কালচারাল টাইমস। উক্ত কবিতাটি দ্বিতীয় রানার্স আপ হিসেবে পুরস্কৃত হয়।)