২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:৪৯ পি এম
অমর একুশে বইমেলা ২০২৪-এ এসেছে বিশিষ্ট লেখক গবেষক ড. আ.জ.ম. ওবায়েদুল্লাহর প্রবন্ধগ্রন্থ ‘সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ’। গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলায় নাট্যকার মনিরুল ইসলামের উপস্থাপনায় বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক ড. ফজলুল হক তুহিন ও দেশজ প্রকাশনের প্রকাশক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক সালমান রিয়াজ, কবি ও গবেষক ইয়াসিন মাহমুদ, কবি অহিদ সালিম, শিল্পী আব্দুল কাদের জিলানী ও এম সি মামুন প্রমূখ।
‘সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ’ বইটিতে সাহিত্য সংস্কৃতির নানা বিষয়ে ৮টি প্রবন্ধ স্থান পেয়েছে। এর প্রচ্ছদ ডিজাইন করেছেন মোমিন উদ্দীন খালেদ। বইটি দেশজ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এর কভার মূল্য ২৭০ টাকা। অমর একুশে বইমেলা-২০২৪ এর দেশজ প্রকাশনের ৫৮৭ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও পাঠকরা রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
বইটির বিষয়ে প্রকাশক মনোয়ারুল ইসলাম বলেন, লেখক সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ নিয়ে জীবনের অভিজ্ঞতাকে মেলে ধরেছেন এই গ্রন্থে। সংস্কৃতির ভবিষ্যৎ এবং একটি সাংস্কৃতিক আন্দোলনের রূপরেখার ধারণাপত্র তুলে ধরেছেন। একইসঙ্গে একটি সাংস্কৃতিক আন্দোলনের জন্য সাংস্কৃতিক কর্মীদের যোগ্যতা ও গুণাবলী উল্লেখ করেছেন নান্দনিকভাবে।
লেখক আ.জ.ম. ওবায়েদুল্লাহ ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। কর্মজীবনের অধিকাংশ সময় তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন। এছাড়াও বয় স্কাউট, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের সফল সংগঠক। বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি মাসিক ‘অঙ্গীকার ডাইজেস্ট’ এর সম্পাদক এবং Wheel Business Magazine -এর চিফ এডিটর। তার জনপ্রিয় তিনটি বই- তরুণ তোমার জন্য, স্বপ্নের ঠিকানা ও সাহসের মন্ত্র। তিনি একজন মোটিভেশনাল ও পাবলিক স্পিকার। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম- এর প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার।