২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৪৪ পি এম
সিলেট দিশারী শিল্পীগোষ্ঠীর শিশু-শিল্পী ও অভিভাবকের সাথে এবং সিলেট সাংস্কৃতিক সংসদদের কর্মকর্তা, শিল্পী, কবি, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী পুন্যভূমি সিলেটে অফিসিয়াল সফর করেন বাচিকশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ। তার এ সফরে মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ মিডিয়া ব্যক্তিত্ব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট সাংস্কৃতিক সংসদদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদুর রহমান চৌধুরী, দিশারীর পরিচালক জনাব শাহরিয়ার হোসাইন রাজী প্রমুখ। ছোট্টমনিদের গান, কলরব, কবিতা ও কথামালায় জমে ওঠে এ মতবিনিময় অনুষ্ঠান দুটি।