২২ অগাস্ট, ২০২৩ ১৬:০৭ পি এম
বাংলাদেশের জাতীয় কবি, মানবতা ও সাম্যের কবি, বাংলা সাহিত্যের খ্যাতিমান পুরুষ, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কালচারাল একাডেমি (সিসিএ'র) উদ্যোগে সম্পন্ন হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার ( ২৭ মে ) সন্ধ্যা সাতটায় অনলাইন জুমে এ অনুষ্ঠান উপভোগ করেছে দেশ-বিদেশের অসংখ্য নজরুল ভক্ত ও অনুরাগী।
চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি জনাব সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও রম্যরচয়িতা মুহাম্মদ নিজাম উদ্দিন, বিশিষ্ট বাচিক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সুরকার ও শিল্পী গোলাম মওলা, সুরকার ও শিল্পী শোয়াইব বিন হাবিব, শিল্পী আব্দুল্লাহ আল আকরাম হাদী।
শিল্পী গোলাম মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন,কবি নজরুল ছিলেন দ্রোহের কবি, সেই দ্রোহ ছিল ন্যায়ের পক্ষে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে। তার কবিতা গানে ছিল সাম্যের আহ্বান। তিনি সর্বদা ইসলামী চেতনা ও আদর্শকেই মানবতার মুক্তির হাতিয়ার মনে করতেন। কবি তার অসংখ্য লিখনিতে ইসলামের সোনালী ইতিহাস ও বীরত্বের কথা তুলে ধরেছে গর্বের সাথে। এদিক দিয়ে বলতে হয় নজরুল মূলত ছিলেন ইসলামী পতাকাবাহী কবিদের মধ্যে অন্যতম ও তেজস্বী কবি, অতিথিরা আরো বলেন, কবি নজরুল হচ্ছেন বাংলা সাহিত্যের অন্যতম যুগ¯্রষ্টা কবি, অনন্য গীতিকার ও সুরকারের ¯্রষ্টা হলেন কবি নজরুল।
বাংলা সাহিত্যের আকাশে কবি নজরুল একজন সূর্য সমতুল্য এবং বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। কবিতা,গান, ছড়া, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সকল ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। বাংলা সংগীতের ক্ষেত্রে তার বৈচিত্রময় সৃষ্টি সম্ভার তাকে চির অমর করে রাখবে চিরকাল, বর্তমান সময়ে বিশেষ করে নতুন প্রজন্মের নিকট নজরুলকে সঠিক ভাবে তুলে ধরতে অধিক গবেষণার কোন বিকল্প নেই বলেও মনে করেন তারা।