৬ মার্চ, ২০২৪ ০৯:৩৭ এএম
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সুস্থ ও দেশীয় সংস্কৃতির চেতনায় উজ্জীবিত সাংস্কৃতিক সংগঠন শতাব্দী সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে ২ মার্চ ২০২৪ ইনানিতে জেলার বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক কর্মীদের শিক্ষা সফর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক বিশিষ্ট গবেষক ও লেখক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী ও জাহিদুল ইসলাম।
শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আল আমীনের সভাপতিত্বে সদস্য সচিব ইকবাল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল গেমস, সাংস্কৃতিক সংগঠনভিত্তিক প্রতিযোগিতা, নাসিহা সেশন, বই প্রদর্শনী, কুইজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠনভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কক্সবাজার শহরের নির্ঝর সাংস্কৃতিক সংসদ, দ্বিতীয় স্থান অর্জন করে উখিয়া উপজেলার আলো সাংস্কৃতিক সংসদ, তৃতীয় স্থান অর্জন করে কক্সবাজার সদর উপজেলার পালংকি সাংস্কৃতিক সংসদ এবং বিশেষ পুরস্কার পান চকরিয়া উপজেলা কালচারাল ফোরামের শিল্পী পারভেজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর, মাওলানা আবদুর রহিম, পালংকি সাংস্কৃতিক সংসদ আহ্বায়ক আজিজুর রহমান, মনিহার সাংস্কৃতিক সংসদ আহ্বায়ক গিয়াস উদ্দিন, শতাব্দী সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আলম মুন্না, আলো সাংস্কৃতিক সংসদ পরিচালক আবদুস সাত্তার, নির্ঝর সাংস্কৃতিক সংসদ পরিচালক জাহিদুল গণি, প্রত্যাশা শিল্পী গোষ্ঠীর পক্ষে মনজুর আলম, অর্ণব সাংস্কৃতিক সংসদ পরিচালক মোহাম্মদ ছৈয়দ, শিল্পী জয়নাল আবেদীন, বাচিক শিল্পী খাইরুল ইসলাম আদিব প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- নির্ঝর সাংস্কৃতিক সংসদ, কক্সবাজার শহর; পালংকি সাংস্কৃতিক সংসদ, সদর; আননূর সাংস্কৃতিক সংসদ, ঈদগাঁও; কালচারাল ফোরাম, চকরিয়া উপজেলা; নিসর্গ সাংস্কৃতিক সংসদ, চকরিয়া পৌরসভা; মাতামুহুরী সাংস্কৃতিক দল; প্রত্যাশা শিল্পী গোষ্ঠী, পেকুয়া; গাংচিল দেশজ সংস্কৃতি, কুতুবদিয়া; অর্ণব সাংস্কৃতিক সংসদ, মহেশখালী উপজেলা দক্ষিণ; মহেশখালী উপজেলা উত্তর সাংস্কৃতিক দল; আলো সাংস্কৃতিক সংসদ, উখিয়া এবং মনিহার সাংস্কৃতিক সংসদ, টেকনাফ।