১৩ ডিসেম্বর, ২০২৩ ১০:০৩ এএম
"সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ" এই স্লোগানে দেশব্যাপী শুরু হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা-২০২৩। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী আব্দুল্লাহ আল কাফী, গীতিকার, সুরকার ও শিল্পী রোকনুজ্জামান, বিশিষ্ট ক্বারী সোলাইমান, ক্বারী আবু ইউসুফ, বিশিষ্ট আবৃত্তিকার গাজী শাহ মাখদুম, আশরাফুল আলম, বিশিষ্ট নাট্যাভিনেতা আবু তৈয়ব মেসবাহ এবং আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন সসাসের অর্থ ও তিলাওয়াত সম্পাদক ডি এম যুবায়ের ইসলাম, শিশু-কিশোর সম্পাদক জাকির হোসাইন, এইচ আর ডি সম্পাদক নাজমুস সাকিব, মিডিয়া সম্পাদক তারিকুল ইসলাম ও টাইফুন শিল্পীগোষ্ঠীর পরিচালক নুরুজ্জামান নোমানসহ খুলনা ও যশোর অঞ্চলের অন্যান্য শিল্পীগোষ্ঠীর পরিচালকবৃন্দ।
বিভাগীয় অডিশন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। "ক" ও "খ" গ্রুপে প্রতিটি বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিল্পী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।