বিলাল হোসাইন নূরী
জীবন এক গভীরতম রহস্যের নাম। একেকজনের চোখে জীবন একেকরকম। সফলতা-ব্যর্থতার হিসাব-নিকাশও নানাজনের কাছে নানারকম, নানা বর্ণের। ভোগ-বিলাসের মহাসমুদ্রে ডুবে থেকেও কেউ কেউ সুখী নয়, আবার একজীবনে কারও কারও চাওয়া খুবই সামান্য- “দিও তৃষ্ণা পেলে ঠাণ্ডা পানি, ক্ষুধা পেলে লবণ-ভাত!” ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আঘাতেও কেউ হতাশ হয়ে জীবন থেকে পালিয়ে যেতে চায়; পাহাড় সমান দুঃখ বুকে চেপেও কেউ পরম আত্মবিশ্বাসে বলে ওঠে- আলহামদুলিল্লাহ!
জীবনের এই বিচিত্র রূপকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তরুণ লেখক ইয়াসিন মাহমুদ। তার “কাঁটাযুক্ত গলিপথ পেরিয়ে” যেন বিশ্বাসী মানুষের অনবদ্য এক জীবনদর্শন। মূলতঃ প্রবন্ধের বই হলেও সহজ-সরল শব্দের শৈল্পিক বুননে তা সুখপাঠ্য হয়ে উঠেছে অনায়াসে। জীবনের বাঁকে বাঁকে বয়ে চলা নানা বিষয়, নানা স্বপ্ন, সমস্যা ও সম্ভাবনাকে লেখক নিপুনভাবে তুলে ধরেছেন, বিশ্লেষণ করেছেন সাদা-কালোর পার্থক্য । এ যেন গভীর অন্ধকারে আলোর সংকেত- যা পাঠককে নিয়ে যাবে হেরার তোরণে, তার নিরুপম মানজিলে মাকসুদে।
দুই .
বইটিতে রয়েছে বারোটি প্রবন্ধ, বারোরকম সৌরভের সমাহার। শিরোনামগুলোও দারুণ, কাব্যময়। কবির লেখা গদ্য বলে কথা!
প্রবন্ধগুলো হচ্ছে- মনের মিনারে জীবনের সান্নিধ্যে, এক জীবনের ইশতেহার, অনন্ত পথের যাত্রায় প্রথম প্ল্যাটফর্ম বিরতি, সৌরভ ছড়ানো হৃদয়ের কথা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আমাদের যাত্রা অনন্তকালের, কাঁটাযুক্ত গলিপথ পেরিয়ে, শাহাদাতে উদ্দীপ্ত জীবন খোঁজে প্রভুর সান্নিধ্য, সকালের সূর্যোদয় অনিবার্য, জীবন প্রভাতের শপথ: একান্ত অনুভবের আয়না, বুকের ভেতর মরু সাইমুম ও জীবনের এই সময়ে দাঁড়িয়ে।
প্রতিটি লেখার পরতে পরতে লেখক তুলে ধরেছেন কুরআন-হাদীসের অমীয় বাণী, কবিতা ও গানের পঙ্ক্তিমালা। ছোটো ছোটো বাক্যে, ক্রমিক নম্বর দিয়ে ভাবনাগুলোকে এক সূতোয় গেঁথেছেন তিনি। যা প্রবন্ধপাঠকে আনন্দময় করারই অন্যরকম একটি প্রয়াস।
ইয়াসিন মাহমুদ-এর এ বইটি প্রতিটি ঈমানদারকে জীবনযুদ্ধে সাহসের গান শোনাবে, নিঃসন্দেহে। চরম অপ্রাপ্তি, দুঃসহ বেদনা, হতাশা ও ক্ষোভে জর্জরিত একজন মানুষ যদি এ বইটি পড়তে শুরু করে- এর প্রতিটি পাতায় সে খুঁজে পাবে প্রশান্তির ঢেউ! বইটি পাঠ শেষে সে-ও হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম একজন সুখী মানুষ। তারও মনে হতে পারে একদিন সকল দুঃখ হাজারগুণ সুখ হয়ে ফিরে আসবে। তার কণ্ঠেও গুনগুন শব্দে উচ্চারিত হতে পারে- “আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে”!
তিন.
বইয়ের প্রথম লেখাতেই লেখক শুনিয়েছেন চমৎকার আশার বাণী- “আমরা অনেক কিছুই ভাবি। কল্পনা করি। কখনো বাস্তবে ধরা দেয়। কখনো আমাদের সে স্বপ্ন ব্যর্থও হয়। তবে সবই ব্যর্থ হয় এমনটিও নয়। কারো কারো কল্পনা, মনের অভিপ্রায়- মনোবাসনা পূরণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেন।” [মনের মিনারে জীবনের সান্নিধ্য, পৃ. ১২-১৩]
অর্থ-বিত্তের পেছনে ছুটতে ছুটতেই মানুষ ব্যয় করে তার সমগ্র জীবনের অধিকাংশ মূল্যবান সময়। অনেকে আবার পা বাড়ায় ভুল পথে। ঘুরতে থাকে বিভ্রান্তির গোলকধাঁধায়। লেখক এ বিষয়টিকে সামনে এনেছেন এভাবে- “অনেক শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয় না, আবার অনেকে অল্পশিক্ষিত হয়েও অনেক কিছুই করে ফেলছে। আমার বড় সার্টিফিকেট, বড় চাকরি আমার রিজিকের মাপকাঠি নয়। বরং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও ভরসাই মূলমন্ত্র। আল্লাহই আমাদের উত্তম রিযিকদাতা। সুতরাং তার প্রতি নির্ভরশীল হওয়াই আমাদের কর্তব্য”। [এক জীবনের ইশতেহার, পৃ. ১৯]
কথা বলার ক্ষমতা মানুষের প্রতি মহান আল্লাহর এক অনন্য উপহার। কথা মানুষকে সম্মানিত করে, আবার কথাই তার অপমানের কারণ হয়ে দাঁড়ায়। কথাশিল্পের নানা দিক নিয়েও লেখক প্রাণবন্ত আলোচনা করেছেন। তিনি বলেছেন- “কথার আঘাতে যেমন মানুষ মানুষ থেকে দূরে সরে যায়, আবার কথার সৌরভে মানুষ মানুষকে ভালোবেসে ফেলে। আপন করে নেয়। কথার আঘাত মানুষের বুকে তীরবিদ্ধের মতো বিঁধে যায়। যন্ত্রণা বাড়ায়। বিষণ্ন করে তোলে। পক্ষান্তরে কথার মধুরতায় মানুষ অন্য মানুষকে কাছে পাবার ব্যাকুলতা ও শূন্যতায় উতলা হয়ে ওঠে। এটাই কথার মোজেজা”। [সৌরভ ছড়ানো হৃদয়ের কথা, পৃ. ৩১]
সময়ের চেয়ে দামি জিনিস আর কী আছে মানুষের জীবনে? এ সময়কে ধারণ করতেও লেখক ভুলে যাননি! তার অকুণ্ঠ উচ্চারণ এমন- “বরফ খণ্ডের মতো আমাদের জীবনায়ু প্রতিদিনই ক্ষয়ে যাচ্ছে। গলতে গলতে বরফ খণ্ডটি একসময় যেমন নিঃশেষ হয়ে যায়, আমাদেরও একই অবস্থা। সময় বয়ে যেতে যেতে আমরা হারিয়ে যাবো সময়ের অন্ধকারে। আর কোনোদিন ফিরবো না বা ফিরতে পারব না এই ধরাধামে। তাই জীবনের এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেকেরই উচিত সময়কে মূল্যায়ন করা। সম্মান করা”। [জীবনের এই সময়ে দাঁড়িয়ে, পৃ. ৭২]
চার .
ইয়াসিন মাহমুদ তার বইটি সাজিয়েছেন ইসলামী জীবনশৈলীতে উজ্জীবিত হয়ে। মুসলিম তরুণ-যুবকদের প্রতি তার ভালোবাসা ও আবেগের অবিরল ধারা উপচে পড়েছে এ বইয়ের প্রতিটি শব্দ ও বাক্যে। এ বইয়ে রয়েছে- সত্য ও সুন্দরের পথে অবিচল থেকে, চিন্তা ও কর্মের মননশীলতায় প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার অবিনাশী পাঠ! এমন অসাধারণ একটি বই উপহার দেওয়ার জন্য লেখককে মুবারকবাদ জানাচ্ছি।
মোমিন উদ্দিন খালেদ-এর চমৎকার প্রচ্ছদ, উন্নত কাগজ, ঝকঝকে ছাপা সব মিলিয়ে দারুণ একটি কাজ। যা সবারই ভালো লাগবে আশা করি।
আমরা বইটির বহুল প্রসার কামনা করছি।
◾
কাঁটাযুক্ত গলিপথ পেরিয়ে
লেখক: ইয়াসিন মাহমুদ
বিষয়: প্রবন্ধ
প্রকাশক: গ্রন্থকুঞ্জ প্রকাশন
মুদ্রিত মূল্য: ২০০ টাকা