১৪ অগাস্ট, ২০২৫ ১৬:১৬ পি এম
মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপজেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই ২০২৫, বিকাল ৩টায় জেলা কার্যালয়ে, মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যাপক এ. কে.এম. ইউসুফ এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে শাখা সাংস্কৃতিক দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংস্কৃতিক সংগঠনের মজবুতি বিষয়ে বক্তব্য রাখেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নাট্যাভিনেতা জনাব মনিরুল ইসলাম। অতিথি হিসেবে আরও ছিলেন মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা জনাব মাও: মো: নুরুল হক পাটওয়ারী, উপদেষ্টা অধ্যাপক মাও: এ.কে.এম. ফখরুদ্দীন রাজী, সন্মানিত উপদেষ্টা জনাব মো: আরশাদ আলী ঢালী, সন্মানিত উপদেষ্টা জনাব মাও: এইস এম বায়েজিদ, জনাব মাও: মো: জামাল উদ্দীন ও জনাব মো: ইকবাল হোসাইন প্রমুখ। সম্মেলনে শিল্পীরা ইসলামী সংগীত, জারী গান, স্বরচিত কবিতা আবৃত্তি পরিবেশন করেন। প্রত্যক উপজেলা ও পৌরসভা থেকে আগত সাহিত্য সাংস্কৃতিক কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষনার মাধ্যমে মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপজেলা সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন'২৫ সমাপ্ত হয়।