১০ অগাস্ট, ২০২৫ ১৭:১৬ পি এম
ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর ২০২৫ সালের বাকি সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবমনোনীত কমিটিতে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম আবু মুসা। সহকারী নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন দুইজন- ইসরাইল হোসেন শান্ত ও জাকির হোসাইন। আজ ১০ আগস্ট রবিবার রাজধানীর একটি মিলনায়তনে সসাসের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সসাস তাদের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নতুন কমিটির মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে তাদের অবদান আগামীতেও অব্যাহত থাকবে।
সুস্থ দেশীয় ও মূল্যবোধের সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠনগুলোকে এক ছাতার নিচে আনতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতি গঠন ও সুস্থ সংস্কৃতির বিকাশে নানান কর্মসূচি পালনসহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন প্রকাশনা প্রকাশের মাধ্যমে সসাসের কর্মকাণ্ড সর্বস্তরে ছড়িয়ে পড়ে। বর্তমানে সসাস দেশের জাতীয় দিবস পালন, উৎসবসহ মানুষের সার্বিক জীবনে সুস্থ সংস্কৃতির চাহিদা মেটাতে গান, অভিনয়, আবৃত্তি, তিলাওয়াত, শর্টফিল্ম ও নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।