১২ জুলাই, ২০২৫ ১৫:২১ পি এম
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন উপলক্ষে ভোরের পাখি শিল্পীগোষ্ঠী, বগুড়া এর উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুলাই বিকাল ৪:০০ টায় স্থানীয় একটি হলরুমে শিল্পীগোষ্ঠীর পরিচালক এনামুল হকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক গোলাম মোর্শেদ মিলন ও সামিউল ইসলামের সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কবি আল মাহমুদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
বক্তাগণ বলেন, বাংলা সাহিত্যের জগতে কবি আল মাহমুদের ভূমিকা অবিস্মরণীয় এবং বাংলাদেশের মানুষ আজীবন কবি আল মাহমুদকে স্বর্ণাক্ষরে স্মরণে রাখবে।
উক্ত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি কবি আল মাহমুদের রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করেন ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিচালক রুহুল আমিন, নাট্য পরিচালক সাদিকুল ইসলাম, আবৃত্তি পরিচালক বিপ্লব আনোয়ার, আব্দুল মোমিন, ইউসুফ আলী প্রমুখ।