২৯ জুন, ২০২৫ ১৫:৪৬ পি এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ঐতিহ্যবাহী স্বকাল সাংস্কৃতিক পরিষদ (স্বসাপ) গত ২৮ জুন ২০২৫ শনিবার, বিকাল ৪টায় শহীদ টিটু মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্বসাপ-এর সভাপতি জনাব সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহফুজুর রহমান আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ আব্দুল আজিজ, স্বসাপ-এর পৃষ্ঠপোষক জনাব আ স ম আব্দুল মালেক, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, ঢাকা-এর সভাপতি জনাব মাহবুব মুকুল, কবি একে আজাদ, ড. রফিক রইচ, জনাব এমদাদুল হক, জনাব আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুল। প্রথম পর্বের আলোচনা সভা সঞ্চালনা করেন স্বসাপ-এর সেক্রেটারী জনাব শরিফুল ইসলাম সবুজ।
সন্ধ্যায় স্বকাল সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের পরিবেশনায় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ পর্বে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মাহবুব মুকুল, মাসুদ রানা, মনিরুল ইসলাম ও শফিক আদনান। উক্ত অনুষ্ঠানে বগুড়ার সকল সাংস্কৃতিক গোষ্ঠী তাদের পরিবেশনা উপস্থাপন করে।