২৯ জুন, ২০২৫ ১৫:৩৩ পি এম
পরিশীলিত সাংস্কৃতিক কর্মীর প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর সংস্কৃতি একাডেমীর আয়োজনে দিনব্যাপী উচ্চারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন ২০২৫ইং শনিবার স্থানীয় কনভেনশন অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন বিশিষ্ট উপস্থাপক, আবৃত্তিকার, মিডিয়া ব্যক্তিত্ব, কিডস ক্রিয়েশনের প্রোগ্রাম হেড আহসান হাবিব খান।
লক্ষ্মীপুর সংস্কৃতি একাডেমীর সভাপতি অধ্যাপক আবদুর রহমান এর সভাপতিত্বে প্রাণবন্ত ও দক্ষতাভিত্তিক উক্ত কর্মশালায় আরো প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও আবৃত্তিকার আব্দুল বাতেন, লক্ষ্মীপুর সংস্কৃতি একাডেমীর সেক্রেটারি ও প্রমিত উচ্চারণ বিজ্ঞ জাহিদ হোসেন, সৌদি প্রবাসী ও প্রমিত উচ্চারণ প্রশিক্ষক মামুনুর রশিদ।
লক্ষ্মীপুর সংস্কৃতি একাডেমীর পরিচালক ও নাট্যকার মাচুম বিল্লাহ এর পরিচালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, উপদেষ্টা নাসির উদ্দিন মাহমুদ, উপদেষ্টা মহসিন কবির মুরাদ , উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, পৃষ্ঠপোষক ও IBWM জেলা সভাপতি মোঃ শহিদুল্লাহ , সোশ্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার প্রধান আবদুস শহিদসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।
গানে, অভিনয়ে, আবৃত্তি ও উপস্থাপনায় শুদ্ধ উচ্চারণের ব্যবহার, উপযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো হাতে কলমে, তাত্ত্বিক বিশ্লেষণ করে দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ততা প্রমাণিত করে কর্মশালার কার্যক্রম পরিচালনা করা হয়।