২৯ মে, ২০২৫ ১২:৫৪ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেছেন, কবি মতিউর রহমান মল্লিক এ দেশে ইসলামী সংস্কৃতি সর্বপ্রথম চালু করে নজীর স্থাপন করেছিলেন। আর ড, আ জ ম ওবায়েদুল্লাহ তাকে সাংগঠনিক রূপ দিতে সক্ষম হয়েছিলেন। যাতে সর্বস্তরের বিজাতীয় সংস্কৃতি বিতাড়িত হয়ে দেশীয় এবং ইসলামিক সংস্কৃতি সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়। গত ২৭ মে মঙ্গলবার সন্ধ্যায় আন্-নুর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরীর শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দেশীয় সংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি ড.আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জের সভাপতি জনাব মো: জাকির হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিহরণের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, ডক্টর আ জ ম ওবায়েদুল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয় চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণী থেকে। তিনি একদিকে ছিলেন শিশু সংগঠক, ছাত্র সংগঠনের নেতা এবং সাহিত্য সাংস্কৃতিক জগতের একটি উজ্জ্বল বাতি। তার হাত দিয়ে শিশু সংগঠন, ছাত্র সংগঠন সাংস্কৃতিক সংগঠন চমৎকারভাবে পূর্ণতা লাভ করেছিল। তার অমায়িক ব্যবহার সহজে সকলকে মৌমাছির মত আকৃষ্ট করতে পেরেছিলেন। শুধু সাংস্কৃতিক সংগঠক হিসেবে নয় ব্যক্তিগত জীবনে তিনি সুসাহিত্যিক, লেখক এবং গবেষক হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তিনি কখনো মাদ্রাসায় লেখাপড়া করেননি কিন্তু মাদ্রাসার উচ্চশিক্ষিত লোকজন তার সাথে আরবিতে কথা বলেও হেরে যেতেন। তিনি বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় দেখিয়েছেন অসাধারণ প্রতিভা।
জনাব জব্বার আরও বলেন, ড. ওবায়েদুল্লাহর হাতে গড়া অনেক প্রতিভা এখনো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুদায়িত্ব পালন করছেন যা কখনো প্রকাশিত হয়নি। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া কৃত্তির মাঝে আমরা আজীবন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং দোয়া করি আল্লাহ যেন তার এই কৃতকর্মের বিনিময়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমরাও যেন তার অসমাপ্ত কাজ যথাযথভাবে সমাপ্ত করতে পারি।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন শিহরণের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামিক এডুকেশন সোসাইটির সম্মানিত ডিরেক্টর ড. ইকবাল হোসেন ভূঁইয়া, মাওলানা জামাল হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে কথা ও বিভিন্ন গান পরিবেশন করেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী মনিরুল আলম, নিবেদন শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুন নুর, শিল্পী অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, শীতলক্ষ্যা শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ইকবাল হোসেন মঞ্জু, আনিসুজ্জামান, আব্দুস সালাম, তোফাজ্জল হোসেন টিয়া প্রমুখ।