বগুড়ার ঐতিহ্যবাহী স্বকাল সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে গত ২৩ মে শুক্রবার বিকেলে টিএমএসএসর হল রুমে উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে সিরিজ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বকাল সাংস্কৃতিক পরিষদের সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আ স ম আঃ মালেক।
আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক গীতিকার, সুরকার কবি একে আজাদ, মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন, বিশিষ্ট ক্যালিওগ্রাফার আমিনুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরিফুল ইসলাম সবুজ।
আরো উপস্থিত ছিলেন শিল্পী মেহেদী হাসান, মিজানুর রহমান, মাহবুবুল আলম পাশা, জুলকার নাঈম রায়হান।
কর্মশালায় সমাজ বিপ্লবে কবি ও কবিতার ভুমিকা, চারুকলা বিষয়ের মৌলিক বিষয় উপাদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বগুড়া শহরের প্রায় একশত জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।