২৪ মে, ২০২৫ ১০:৫১ এএম
ভোরের পাখি শিল্পীগোষ্ঠী, বগুড়া এর আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সম্মানিত সভাপতি বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোরের পাখি শিল্পীগোষ্ঠী এর পরিচালক শিল্পী এনামুল হক এর সভাপতিত্বে বগুড়ার শাহ ওয়ালিউল্লাহ হলরুমে গত ২২ মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোরের পাখির অন্যতম প্রধান উপদেষ্টা মাওঃ আব্দুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের পাখির উপদেষ্টা মাওলানা বাকী বিল্লাহ ।
ভোরের পাখির সহকারী পরিচালক গোলাম মোর্শেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহ আলম, তাজনুর রহমান, রুহুল আমিন, এম শাহিন আলম, ক্বারী দেলোয়ার হোসেন, প্রভাষক বিপ্লব আনোয়ারসহ ভোরের পাখির সকল শিল্পীরা ।
অনুষ্ঠানে মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।