২ জুলাই, ২০২৪ ১০:৪৯ এএম
আশির দশকের সাড়া জাগানো কবি, বাংলা ভাষা ও সাহিত্যের শক্তিমান কবি, অনিবার্য বিপ্লবের কবি মরহুম আসাদ বিন হাফিজের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন করেছে চট্টগ্রাম কালচারাল একাডেমি (সিসিএ)। সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় নগর সিসিএ কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সিসিএ’র সভাপতি জনাব সেলিম জামানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবি সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ। তারা কবির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। পরে কবির মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা এনামুল হক। দোয়ায় মরহুম কবির জীবনের সকল গুনাহ খাতা মাফ করে সকল নেক কাজসমূহ কবুল করার জন্য মহান আল্লাহর নিকট মুনাজাত করা হয়। পাশাপাশি আল্লাহ রব্বুল আ'লামীন কাছে প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক চাওয়া হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিসিএ’র সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সিসিএ’র নির্বাহী পরিষদ সদস্য জনাব মুবারক হোসেন, শিল্পী গোলাম মুস্তফা, জনাব ঈমাম উদ্দিন, জনাব রহমত উল্লাহ ও নাট্যশিল্পী হাফিজুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, কবি আসাদ বিন হাফিজ গত রোববার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে (১ জুলাই) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।