২৪ অক্টোবর, ২০২৩ ১১:১৮ এএম
জন্ম ও জন্মস্থান : ১ মার্চ ১৯৫৪ বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে
পিতা: মুন্সি কায়েম উদ্দিন মল্লিক
মাতা: আছিয়া খাতুন
শিক্ষা: বারুইপাড়া সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে মাধ্যমিক, বাগেরহাট পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। মাদ্রাসা থেকে ফাজিল ডিগ্রীও অর্জন করেন।
পেশা: কবি, গীতি রচয়িতা, সুর স্রষ্টা, কণ্ঠ শিল্পী
সংগঠক: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন। প্রতিষ্ঠা করেন সবুজ মিতালী সংঘ নামে সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বিপরীত উচ্চারণের সভাপতির দায়িত্ব পালন করেন।
সম্পাদক: সপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, মাসিক কলম পত্রিকার সম্পাদক। ‘বিপরীত উচ্চারণ’ সাহিত্য সংকলনও সম্পাদনা করেছেন।
তার কথা, সুর ও কণ্ঠে প্রথম ক্যাসেট: প্রতীতী-১ (পরবর্তীতে প্রতীতী-২ প্রকাশ পায়)।
প্রকাশিত কয়েকটি গ্রন্থঃ
১। নীষন্ন পাখির নীড়ে (কবিতাগ্রন্থ), ২। সুর-শিহরণ (ইসলামি গানের বই), ৩। যত গান গেয়েছি (ইসলামি গানের সঙ্কলন), ৪। আবর্তিত তৃণলতা (কবিতাগ্রন্থ), ৫। তোমার ভাষায় তীক্ষ্ন ছোরা (কবিতাগ্রন্থ), ৬। অনবরত বৃক্ষের গান (কবিতাগ্রন্থ), ৭। চিত্রল প্রজাপতি (কবিতাগ্রন্থ), ৮। ঝংকার (ইসলামি গানের বই) ১৯৭৮, ৯। নির্বাচিত প্রবন্ধ (প্রবন্ধের বই), ১০। রঙিন মেঘের পালকি (ছোটদের ছড়ার বই), ১১। প্রতীতি এক (ইসলামি গানের ক্যাসেট), ১২। প্রতীতি দুই (ইসলামি গানের ক্যাসেট), ১৩। প্রাণের ভিতরে প্রাণ (গীতিকাব্য) উল্লেখযোগ্য।
অনুদিত উপন্যাসঃ
১। পাহাড়ি এক লড়াকু (উপন্যাস), ২। মহানায়ক (উপন্যাস)। এছাড়া হযরত আলী (রা.) ও আল্লামা ইকবালের মতো বিশ্বখ্যাত মুসলিম কবিদের কবিতাও অনুবাদ করেছেন তিনি।
কবি মতিউর রহমানের পাওয়া উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননাঃ
১। সাহিত্য পুরস্কার : সবুজ-মিতলী সংঘ, বারুইপাড়া, বাগেরহাট
২। স্বর্ণপদক : জাতীয় সাহিত্য পরিষদ, ঢাকা
৩। সাহিত্য পদক : কলমসেনা সাহিত্য পুরস্কার, ঢাকা
৪। সাহিত্য পদক : লক্ষ্মীপুর সাহিত্য সংসদ
৫। সাহিত্য পদক : রাঙামাটি সাহিত্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম
৬। সাহিত্য পদক : খানজাহান আলী শিল্পীগোষ্ঠী, বারুইপাড়া, বাগেরহাট
৭। সাহিত্য পদক : সাহিত্য সংস্কৃতি পরিষদ
৮। সাহিত্য পুরস্কার : সমন্বিত সাংস্কৃতিক সংসদ, বাগেরহাট
৯। প্যারিস সাহিত্য পুরস্কার : বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ফ্রান্স
১০। বায়তুশ শরফ সাহিত্য পুরস্কার : বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, চট্টগ্রাম
১১। ইসলামী সংস্কৃতি পুরস্কার : ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রাম
১২। সাহিত্য পুরস্কার : বাংলা সাহিত্য পরিষদ, ফ্রান্স।
১৩। কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার।
মৃত্যু: কিডনির সমস্যাজনিত কারণে ২০১০ সালের ১১ আগস্ট বুধবার রাত পৌনে একটার সময় অর্থাৎ ১২ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে