বগুড়ার ঐতিহ্যবাহী ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর অধীনে দুপচাঁচিয়ায় দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ নামে নতুন শাখা ও এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ২২ জুন ২০২৪ইং শনিবার সকাল ১০টায় স্থানীয় একটি হলরুমে এ কার্যক্রম সম্পন্ন হয়। একই দিনে নবগঠিত দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, দুপচাঁচিয়া এর আয়োজন ঈদ পুনর্মিলনী এবং শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিগন্ত শিল্পীগোষ্ঠীর দায়িত্বশীল জনাব ফরিদ উদ্দিন-এর সভাপতিত্বে এবং বিশিষ্ট অভিনেতা শিল্পী এম. শাহিন আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত শিল্পীগোষ্ঠীর ভাইচ চেয়ারম্যান জনাব আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গার্ডিয়ান পাবলিকেশন-এর কর্নধার জনাব নুর মোহাম্মদ আবু তাহের এবং ভোরের পাখি শিল্পীগোষ্ঠী, বগুড়া এর পরিচালক শিল্পী এনামুল হক।
জনাব ফরিদ উদ্দিনকে সভাপতি এবং এম. শাহিন আলমকে পরিচালক করে দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন শিল্পী এনামুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহকারী পরিচালক: শিল্পী আহসান হাবীব
সহকারী পরিচালক: শিল্পী দেলোয়ার হোসেন
নাট্য পরিচালক: খোকন আলী
সহকারী নাট্য: মো: আজমল
সঙ্গীত পরিচালক: হাসিবুল ইসলাম
সহকারী সঙ্গীত পরিচালক: ফজলুর রহমান
অর্থ সম্পাদক: ফিরোজ হোসেন
সাহিত্য সম্পাদক: শফিকুল ইসলাম
অফিস এবং ক্বীরাত সম্পাদক: ক্বারী জিহাদ মন্ডল।
উক্ত অনুষ্ঠানে নবীন এবং প্রবীণ শিল্পীদের গান, কৌতুক অভিনয়ে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। সবশেষে দুপুরের বিশেষ খাবারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।