২ মে, ২০২৪ ১৫:২৪ পি এম
কলের চাকা ঘুরায় ওঁরা
ঝরায় দেহের ঘাম।
কে নিবে রে খোঁজ তাহাদের!
কে দিবে রে দাম?
কে দিবেরে পোশাক ওদের!
কে দিবেরে আহার?
মালিক পক্ষের পোশাক দেখো
কত রঙের বাহার।
সারা জনম খেটে মরে
হয় না কভু নাম।
বল বল, বল রে মনা
কে দিবে রে দাম?
(আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার বিষয়ক ছড়া-কবিতা প্রতিযোগিতার আয়োজন করে কালচারাল টাইমস। উক্ত ছড়াটি দ্বিতীয় রানার্স আপ হিসেবে পুরস্কৃত হয়।)