২ মে, ২০২৪ ১৫:১৯ পি এম
কামার কুমার কৃষক মাঝি
দিনমজুর আর তাঁতি,
দেশে অর্থ সচল রাখতে
সংগ্রামে এ জাতি।
দিনে রাতে যাচ্ছে তারা
গাধার মতো খেটে,
সন্ধ্যা হলে ভাত জুটেনা
এই শ্রমিকের পেটে।
যাদের কর্মে দেশটা বাঁচে
তাদের কপাল মন্দ,
তাদের শ্রমের টাকা দিতে
কেন দ্বিধা দ্বন্দ্ব?
(আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার বিষয়ক ছড়া-কবিতা প্রতিযোগিতার আয়োজন করে কালচারাল টাইমস। উক্ত ছড়াটি প্রথম রানার্স আপ হিসেবে পুরস্কৃত হয়।)