২৫ এপ্রিল, ২০২৪ ১০:৩০ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও গবেষক ড. মাহফুজুর রহমান আকন্দ বলেছেন, ইসলামি সংস্কৃতি আমাদের সংস্কৃতি। এখানে অপসংস্কৃতির কোন ঠাঁই নাই। অপসংস্কৃতি রোধে সুস্থ ধারার সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটাতে হবে এবং তা যুব সমাজের কাছে পৌঁছে দিতে হবে। গত ২৪ এপ্রিল বুধবার খুলনার ঐতিহ্যবাহী প্রেরণা সাহিত্য সংস্কৃতিক সংসদ-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
প্রেরণা সাহিত্য সংস্কৃতিক সংসদ-এর সভাপতি আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ শাহ আলম, শিশু বিশেষজ্ঞ ডাঃ এহসানুল কবির, সাংবাদিক দোহা, প্রেরণার সেক্রেটারি নাজমুল কবির, এস এ মুকুল, মাহবুবুর রহমান, কবি শওকত আলী, আবৃত্তিকার শাহ মাখদুম, ইশারুল ইসলাম, আব্বাস, নোমান, শোয়াইব হেফজুর রহমান, সাইফুল ইসলাম, মনিরুল, নাজমুল ইশতিয়াক, জারিফ প্রমুখ।