পতেঙ্গা সাংস্কৃতিক সংসদের (পিএসএস) উদ্যোগে মরহুম কবি মতিউর রহমান মল্লিক স্মরণে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৩০ মার্চ শনিবার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পিএসএস সভাপতি নাছিরুল আলমের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সেক্রেটারী কবি আব্দুল গফুর, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ শাখা সভাপতি শিল্পী শাহেদুল করিম খান, সিসিএ'র সহকারী নাট্য সম্পাদক মুহাম্মদ এনামুল হক।
পিএসএস সেক্রেটারি জামির উদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জনাব বাহার উদ্দিন, শিল্পী আব্দুস শাকুর, পিএসএস সহ: সভাপতি শিল্পী আব্দুল আজিজ, শিল্পী ইমরান হোসেন রনি, সৈকত সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক মিনহাজুল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কবি আব্দুল গফুর বলেন- গত আশির দশক থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে ইসলামের ছোঁয়া লাগিয়েছেন কবি মরহুম মতিউর রহমান মল্লিক। যার পুরো জীবন ছিলো রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ অনুসরণ। মরহুম মল্লিক গানে, কবিতায়, গল্পে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন, সাহাবায়ে আজমাইন রা. এর আদর্শকে তার প্রতিভায় লালন করতেন। তিনি আরো বলেন- সিসিএর সকল সদস্যকে সংস্কৃতির চর্চা করতে হবে ইসলামের নির্দেশনার আলোকেই। তার বাহিরে সংস্কৃতি সোনা ফলাতে পারবে না। প্রধান অতিথি তাক্বওয়ার এই মাসে উপস্থিত সকলকে তাক্বওয়ার গুণে গুণান্বিত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী শাহেদুল করিম খান বলেন- সিসিএর প্রতিষ্ঠা লক্ষ্য হলো ছড়ি ছিটিয়ে থাকা সাংস্কৃতিক প্রতিভায় প্রতিভাবানদের একত্রিত করা। যার ফলাফল আজকের এই আয়োজন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা সকলে মিলে এক সাথে দৌড়ালে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
নাট্যকার এনামুল হক বলেন- মরহুম কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত প্রাণ এবং সংস্কৃতিকে ইসলামিকীকরণের এক চৌকস নাবিক ছিলেন। তিনি আরো বলেন- সংস্কৃতির প্রতিটি উপাদানে প্রয়োজন একনিষ্ঠতা আর আল্লাহর সন্তুষ্টি।
আয়োজিত উক্ত মাহফিলে সভাপতির বক্তব্যে নাছিরুল আলম বলেন, আমাদের কাজ আরো এগিয়ে যেতো যদি সকলে আজকের মত একত্রিত হতাম। সব দূর্বলতা কাটিয়ে আগামীতে আরো সুন্দর পরিকল্পনা নিয়ে পতেঙ্গা অঞ্চলের সকল সাংস্কৃতিক কর্মীদের একত্রিত করে সুস্থ সংস্কৃতির ধারা অভ্যাহত রাখবো।
পরিশেষে কবি মরহুম মতিউর রহমান মল্লিক, মরহুম শেখ আবুল কাশেম মিঠুন, মরহুম কবি আল মাহমুদ, মরহুম কবি ফররুখ আহমদ, মরহুম শাহ আলম নূর, শহীদ সালমান আজাদীসহ বিদায়ী সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ এনামুল হক।